পঞ্চগড়ে মানবিক বাংলাদেশ ও এনটিভি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মানবিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হকের উদ্যোগে দিনে রাতে ঘুরে ঘুরে দরিদ্র শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন সংগঠনটির একদল কর্মী। গাড়িতে শীতবস্ত্র নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় গিয়ে প্রকৃত শীতার্ত খুঁজে খুঁজে শীতবস্ত্র দিচ্ছেন তারা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, গড়িনাবাড়িসহ বিভিন্ন এলাকার দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারা।
আজ শুক্রবার সারাদিন তারা তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ময়নাগুড়িসহ বিভিন্ন এলাকায় শ্রমজীবী, দিনমজুর, চা ও পাথর শ্রমিকসহ প্রায় সহস্রাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন মানবিক বাংলাদেশের প্রধান নির্বাহী জাহিদুল ইসলাম, মানবিক বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, সহসভাপতি আকতার হোসেন, পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান সৌরভ ও সাধারণ সম্পাদক মিনহাজ শাওনসহ সংগঠনটির সদস্যরা।
এদিকে ‘সময়ের সাথে আগামীর পথে-শীতার্তদের পাশে এনটিভি’ এ শ্লোগান নিয়ে আত্মমানবতার সেবায় শীতপ্রবণ পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার ২’শত শীতার্ত মানুষের উষ্ণতার পরশ বুলিয়ে দিতে বিতরণ করা হয়েছে কম্বল। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় প্রেসকাবে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হাছান, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জ্যৈাষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রণিক, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ এতিমখানার শিশু, পঙ্গু, দুঃস্থ্য, অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি