কাহালুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা
বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বগুড়ার কাহালুতে ছাত্রলীগের এক বর্নাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্নাঢ্য র্যালী শেষে কাহালু উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নাগরিক কমিটির আহবায়ক, কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগনেতা মো. কামাল উদ্দিন কবিরাজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগনেতা হুমায়ন আহম্মেদ (উচ্ছাস)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগনেতা আহসান, রনি, রফিকুল ইসলাম, গোলাম আজম, ইমরান প্রমূখ।

অনলাইন ডেস্ক