পঞ্চগড় পৌর বিএনপি’র বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত
পঞ্চগড় পৌর বিএনপি’র বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরতলীর হিমালয় বিনোদন পার্কে ওই সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম। পৌর বিএনপির সহ সভাপতি মেহের আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রণিক, কাউন্সিলর ফজলে করিম, আবু হিরণ, আবুল কাশেম রুমেল প্রমূখ। সাধারণ সভায় পঞ্চগড় পৌর বিএনপির সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। সভায় দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম নেতাকর্মীদের অনুরোধে পঞ্চগড় পৌরসভার আগামী নির্বাচনে আবারও মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেন। সাধারণ সভা শেষে সেখানেই বনভোজন ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক