পৌর আওয়ামী লীগের নেতা বিধান সিংহের মাতার মুত্যুতে শোক প্রকাশ
সাবেক ছাত্রনেতা, বগুড়া পৌর আওয়ামী লীগের নেতা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার বিধান সিংহের মাতা হিমানী রানী সিংহ (৭৫) গতকাল শুক্রবার রাত ১১ টায় হৃদ-যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন আওয়ামী লীগ নেতা বাবু প্রদীপ কুমার রায়, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, পৌর আওয়ামী লীগ নেতা শেখ শামীম, শফিক, পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি তারা, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস কালু, প্রণোঘোষ, নজরুল ইসলা, রঞ্জু, ধিমান ঘোষসহ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাঁর আত্নার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বগুড়া প্রতিনিধি