সাভারে গৃহবধূকে হত্যার ঘটনায় আটক ৩
সাভারে টুকটুকি বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় ৩ যুবককে আটক করা হয়েছে। তারা হলেন- সাভারের উত্তর জামসিং এলাকার জনি, সেলিম এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার জুয়েল। আজ রবিবার ভোরে জামসিং এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮ ডিসেম্বর সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে টুকটুকি নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়।

অনলাইন ডেস্ক