বিরামপুরে র্যাবের অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দম্পতি আটক
দিনাজপুরের বিরামপুরে র্যাব ১৩ অভিযানে ইয়াবা, অস্ত্র, গুলি, মোবাইল সেট ও ভারতীয় সিম কার্ডসহ স্বামী-স্ত্রীকে আটক করে। গত কাল সন্ধা ৭ টায় র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজারে আজাহার আলীর পুত্র মনিরুল ইসলাম (মনির) ৩৪ এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা ১০০’শ পিচ ইয়াবা একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি, কয়েকটি মোবাইল সেট, ভারতীয় সিম কার্ড ও নগদ টাকা উর্দ্ধার করে এবং মনিরের স্ত্রী মনিরা আক্তার (২৭) সহ স্বামী-স্ত্রী ২জন কেই আটক করেন। আটকে+র পর র্যাব তাদের থানায় সোপর্দ করে মামলা দায়ের করে। আজ বেলা সাড়ে ১২ টায় পুলিশ তাদের জেলা হাজতে প্রেরণ করেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি