প্রধানমন্ত্রী বিশেষ বার্তা, শীতে যাতে একটি মানুষও কষ্ট না পায় : ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো.এনামুর রহমান
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, “প্রধানমন্ত্রী একটি বিশেষ বার্তা দিয়েছেন, শীতে যাতে একটি মানুষও কষ্ট না পায়। শীত মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সদা জাগ্রত আছেন” তিনি গতকাল (শনিবার) সন্ধ্যায় নীলফামারীর সদরের কাদিখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথি বক্তব্য বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল। নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহসভাপতি হাফিজুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমূখ।
মন্ত্রী আরো বলেন,শীত মোকাবেলায় ইতোমধ্যে সারা দেশে ৪০ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও আপদকালীন ফান্ড হিসেবে শীত বস্ত্র কেনার জন্য প্রতি জেলায় ১০ লাখ টাকা এবং শিশুদের খাবার ও পোষাক ক্রয়ের জন্য ৩ লাখ করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল বলেন,“মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ সহনীয় ঘর প্রদানের চলমান কর্মসূচির সঙ্গে মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ বরাদ্দ হিসেবে আরও ৬৮ হাজার ঘর প্রদান করা হবে। নীলফামারী জেলায় ওই বিশেষ বরাদ্দের ৩৭০টি দূর্যোগ সহনীয় ঘর ও শীতার্ত মানুষের জন্য নূতন করে ২০ হাজার কম্বল প্রদানের কথা জানান তিনি।
অনুষ্ঠানে নীলফামারী সদরে শুকনা খাবার ৪০পিস, শিশু খাদ্য ১৫ পিস, শিশু পোষাক ১৫৯ পিস এবং কম্বল ২০০পিস। এছাড়াও সৈয়দপুর উপজেলায় শুকনা খাবার ২০পিস, শিশু খাদ্য ১৫ পিস, শিশু পোষাক ৪০ পিস এবং কম্বল ৩৫০পিস।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি