দুপচাঁচিয়ায় এমপির পক্ষ থেকে ফুটবল বিতরণ
আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার এর পক্ষ থেকে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুরে ২টি ক্লাবে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য পুত্র জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব মারুফ ইসলাম তালুকদার প্রিন্স এ ফুটবল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ছাত্রসমাজ নেতা মাসুদ রানা, গোলাম রব্বানী, রিফাত হোসেন, সিদ্দিকুর রহমান, গোবিন্দপুর সোনার বাংলা ফুটবল একাডেমীর সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রিয়াল পাওয়ার ফুটবল কাবের সভাপতি সনি আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ।

দুপচঁচিয়া(বগুড়া) প্রতিনিধি