বগুড়ায় ব্যাংক এশিয়ার আয়োজনে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ব্যাংক এশিয়া লিমিটেড বগুড়া শাখার আয়োজনে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকালে বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া বগুড়ার এভিপি ও শাখা প্রধান বন্দে আলী রতন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য মাহফুজা খানম লিপি। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, এসএম আয়ুব আলী, লুৎফর রহমান মিন্টু, নূর মোহাম্মদ টুটুল, জাকারিয়া পারভেজ।
বক্তারা বলেন, বগুড়া অঞ্চলে এখন প্রচন্ড শীত বয়ে যাচ্ছে। অনেক পরিবার আছে যারা শীতবস্ত্র কিনতে পারেন না, আবার চাইতেও পারেন না। তাদেরকেও শীতবস্ত্র প্রদান করা হলো। আমাদের ব্যাংক এশিয়া লিমিটেড এই শীতবস্ত্র বিতরণ অব্যাহাত রাখবে। এই অঞ্চলের মানুষের সুখ, দু:খের সাথে ব্যাংক এশিয়া লিমিটেড সবসময় অংশিদার হিসেবে কাজ করে যাবে। আমরা সবসময় মানুষের ও সমাজের কথা ভাবি বলেই জন্মান্ধ, শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে। পরে দুই শতাধিক গরীব, দু:স্থ্য ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি