নন্দীগ্রামে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রামে বিজয় ঘাট মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার সকালে বিজয় ঘাট যুব সমাজের উদ্যোগে এ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা হয়। ফাইনাল খেলায় হাটলাল এআরবি স্পোটিং কাব ১০৫ রানের ব্যবধানে দামগাড়া জয় ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা। এ সময় আওয়ামী লীগ নেতা আলী হাসান, মুক্তার হোসেন, সুজন প্রামানিক, শ্রমিকলীগ নেতা ফেরদৌস আলী, ছাত্রলীগ নেতা বুলবুল আহম্মেদ বাপ্পি, সাগর হোসেন প্রমূখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি