পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বগুড়ার কাহালু থানার অয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুলিশ সপ্তাহ/২০২০ইং উপলক্ষ্যে রোবাবার বাংলাদেশ পুলিশ বগুড়ার কাহালু থানার আয়োজনে প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই আইউব আলী, আশিকুর রহমান আশিক, মুকুল চন্দ্র বর্মণ, গুলবাহার খাতুন, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু থানার এ এস আই জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ওবাইদুল ইসলাম, মাসুদ রানা, আতোয়ার রহমান, সিরাজুল ইসলাম জুয়েল আলী সরদার সহ জনপ্রতিনিধি ও কাহালু থানার পুলিশ সদস্যবৃন্দ। প্রীতিভোজ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা।

কাহালু (বগুড়া) প্রতিনিধি