পুলিশী হয়রানী ও নির্যাতন থেকে বাঁচতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পুলিশের মিথ্যা হয়রানী ও নির্যাতন থেকে একটি পরিবারকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।আজ রবিবার সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের নামাজগড় তেতুলতলা এলাকার মৃত-আব্দুল খালেক এর পুত্র মোঃ টুকু মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন আমার পুত্র আসাদুল ইসলাম ও তার স্ত্রী ইতিপুর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশের হয়রানী বন্ধের আহবান জানানো হয়েছিল। কিন্তু তারপর থেকে পুলিশের কতিপয় সদস্য আমার পুত্র ও পুত্রবধূর কাছ থেকে কোন অনৈতিক সুবিধা না পাওয়ায় মাদকদ্রব্য পাওয়ার মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমুলকভাবে একাধিক মামলায় জড়িত করে। এছাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার জের ধরে কতিপয় পুলিশ সদস্যরা ক্ষীপ্ত হয়ে গত ২রা জানুয়ারী ডিবি পুলিশের এস আই ফরহাদ সরকার কথা আছে বলে ঘরের মধ্যে প্রবেশ করে আমার ছেলে আসাদুল কে আটক করে।
এসময় আসাদুলের মেয়ে তাকে গ্রেফতারের কারন জিঞ্জাসা করলে তারা জানায় সাংবাদিক সম্মেলন করায় পুলিশের ভাবমুর্তি নষ্ট হয়েছে। তাই সাংবাদিক সম্মেলন প্রত্যাহার করার জন্য তাকে ডিবি অফিসে নিয়ে যেতে হবে। এসময় আমর ছেলে আসাদুলের কাছে কোন মাদকদ্রব্য না পাওয়া সত্ত্বেও ১০০পিচ ইয়াবা ট্যাবলেট দিযে আমার ছেলেকে কোর্টে চালান করে দেয়। উক্ত মামলায় জব্দ তালিকায় নামাজগড় মহল্লার কোন ব্যক্তির সাক্ষী নাই। তিনি আরো বলেন আমার ছেলে গ্রীল মিস্ত্রী সে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষনা দিয়েছেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এসে সুষ্ঠভাবে পরিবারের সকলকে সাথে নিয়ে সুন্দর জীবন যাপন করার জন্য বগুড়ার পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

ষ্টাফ রিপোর্টার