শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহের উদ্বোধন
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হতে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।রবিবার ৫ থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলা এ পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। উদ্বোধন শেষে থানা চত্বরে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) ছানোয়ার হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) নান্নু খান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, এস.আই মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম শহিদ, আলহায আলী, আহসান হাবীব, ওসমান গণি, এ.এস.আই মুক্তার হোসেন, খাইরুল বাশার সহ শিবগঞ্জ থানার পুলিশ সদস্য ও স্থানীয় সুধীবৃন্দ। পরে থানা চত্বরে বিকাল হতে রাত্রী পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি