শিবগঞ্জে ওয়ারেন্টভূক্ত নারী আসামিকে আটক করে আদালতে প্রেরণ
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভূক্ত নারী আসামিকে গ্রেফতার করেছে।জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ২৭২/১৮নং মামলায় তাকে গ্রেফতার করা হয়। আটক নারী হলেন শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের মোঃ মাসুদ রানার স্ত্রী মুঞ্জিলা বেগম। মুঞ্জিলা বেগমকে তার নিজ বাড়ি হতে ২ জানুয়ারি দিবাগত রাতে তার স্বামীর বাড়ি ময়দানহাট্টা ইউনিয়নের ঝাউপাড়া গ্রাম থেকে এস.আই. আহসান সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করে যথারীতি বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
অপরদিকে গোবিন্দগঞ্জের জনৈক দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক ওয়ারেন্টের মহিলা আসামী কে আটক করে বিভিন্ন ভাবে হয়রানি করে ছেড়ে দেওয়া হয় মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। ভবিষ্যতে কোনোকিছু যাচাই না করে এরকম সংবাদ প্রকাশ না করতে তিনি অনুরোধ করেন। তিনি আরও জানান, আসামিকে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি