বগুড়ায় এডি. এসপি সনাতনের মামাশশুরের পরলোকগমন
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তীর মামাশশুর দুপচাঁচিয়ায় স্বর্গীয় সন্তোষ মজুমদার ও সমাজ সেবক স্বর্গীয় গৌরি মজুমদারের ছোট ছেলে সৌমিত্র মজুমদার বাপ্পী (৪৫) পরলোকগমন করেছেন।আজ রোববার ভোরে দুপচাঁচিয়া পশ্চিম বোরাইল পাড়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ভাই, এক বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে দুপচাঁচিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রবিবার তার শেষকৃত্য অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন বাপ্পী মজুমদারের স্লেহের ভাগ্নী শর্মিষ্ঠা মুকুটমণি, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম খান, জাহাঙ্গীর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম প্রমুখ।আজ রোববার বিকেলেই মহাশ্মশান কালীবাড়িতে তার শবদাহ সম্পন্ন করা হয়েছে। এদিকে বাপ্পী মজুমদারের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সংগঠনের পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি অতুল কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, যুগ্ম সা: সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায় প্রমুখ।

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার