সারা দেশের শবজি চাষীদের মাঝে বিরামপুরের আজগার দ্বিতীয়
দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষক আজগার আলী পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তিগত পর্যায়ে দেশের সেরা শবজি চাষীদের মাঝে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। রবিবার ঢাকায় কৃষিবিদ ইন্সস্টিউশনে জাতীয় শবজি মেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এম.পি তার হাতে পুরস্কার তুলে দেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ডক্টর মোঃ আব্দুল মহিত ও কৃষি সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পলিরামকৃষ্ণপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র আজাগার আলী (৪২) দীর্ঘদিন থেকে বিভিন্ন রকমের শাক-শবজি চাষের মাধ্যমে নিজেকে কৃষির উপর নির্ভরশীল হিসেবে গড়ে তোলেন। তার ৩৩ বিঘা জমির মধ্যে অর্দ্ধেক জমিতে বিভিন্ন রকমের শাক-শবজি করে আসছেন। গত কয়েক বছর ধরে উপজেলা কৃষি দপ্তরের সার্বিক পরামর্শে পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শবজি উৎপাদন করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন।
শবজি চাষের মুনাফা দিয়ে তিনি সংসারের ঈর্ষনীয় উন্নতি অর্জন করেছেন। তার সাফল্য দেখে অনেকেই শবজি চাষে ঝুঁকে পড়েছে। তার এই সাফল্যের তথ্য কৃষি বিভাগে উপস্থান করা হলে কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তাকে জাতীয় পর্যায়ে তিনি শবজি চাষীদের মাঝে দ্বিতীয় স্থান অর্জন করেন। সফল শবজি চাষী আজাগার আলী জানান, তার ১৬ বিঘা জমিতে শবজি চাষ করে তিনি বছরে প্রায় ১২/১৩ লাখ টাকা আয় করেন। তিনি অন্যান্য চাষীদের পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শবজি উৎপাদনে এগিয়ে আসার আহবান জানান। পুরস্কার হিসেবে তাকে ৭ হাজার ৫শ’ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি