শেরপুরে বিগত বছরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব আদায়
বগুড়ার শেরপুরে বিগত বছরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫লাখ ৬৫হাজার ৬৫০ টাকা রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন। এছাড়া মামলা দেয়া হয়েছে ২৮৮টি।আজ সোমবার (০৬জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এই তথ্য নিশ্চিত করে জানান, বিগত ২০১৯সালে এ উপজেলায় মোট ১২১টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এতে উক্ত পরিমাণ টাকা রাজস্ব আয় হয়েছে। এরমধ্যে ভোক্তা অধিকার আইনে ২৯টি মামলার মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের দু’টি মামলায় ৫৫হাজার টাকা, ধুমপান ও তামাক জাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ৭৮টি মামলায় ২৮ হাজার ৭০০ টাকা, আর ১৮৬০ সালের আইনের দন্ডবিধির বিভিন্ন ধারায় ৩১ টি মামলায় ১২ হাজার ৫৫০ টাকা, ওষুধ (ড্রাগ) আইনে ২৪টি মামলায় ৪৮ হাজার, করাতকল (লাইসেন্স) বিধিমালায় ১৮টি মামলায় ৪৮হাজার টাকা, পণ্যে পাটজাত মোড়ক আইনে ৫৮টি মামলায় ১ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনের ২টি মামলায় ৪হাজার টাকা, মোটরযান অধ্যাদেশ আইনে ১৬টি মামলায় ৬হাজার টাকা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় ২ হাজার ৯০০টাকা, বাল্যবিবাহ নিরোধ আইনে ৩৮মামলায় ৩৩হাজার টাকা, কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রন আইনের ১টি মামলায় ১০০ টাকা, পশু নির্যাতন আইনে ১টি মামলায় ৫০ টাকা, পৌরসভা আইনে ১টি মামলায় ১৫০, প্রকাশ্যে জুয়া আইনে ১টি মামলায় ১০০ টাকা, ওজন ও পরিমাপের মান অধ্যাদেশ আইনে ১টি মামলায় ১০০ টাকা, মৎস ও পশু খাদ্য আইনে ২টি মামলায় ৯ হাজার টাকা এবং বাংলাদেশ গ্যাস আইনে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ আরও জানান, চলতি মুজিববর্ষে শতাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বিশেষ করে বাল্য বিবাহ, নিরাপদ সড়ক নিশ্চিত করণ, মাদক নির্মূল উল্লেখযোগ্য। এছাড়া বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি