পাঁচবিবির স্বজন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় অবস্থিত স্বজন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ২৫০ জন শিার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী শিার্থীদের হাতে কম্বল তুলেদেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা সমাসেবা কর্মকর্তা সেলিম রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, কাউন্সিলর ও প্রতিষ্ঠানের সভাপতি আনিছুর রহমান বাচ্চু, কাউন্সিলর ইদ্রিস আলী ফকির বাহাদুর, প্রতিষ্ঠানের প্রধান শিক মাহমুদুল হাসান আরিফসহ প্রতিষ্ঠানের সকল শিক মন্ডলী ও অভিভাবকগন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি