দিনাজপুর আমবাগান থেকে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
দিনাজপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী দিনাজপুর কোতয়ালী থানার সুন্দরা (বোয়ালমারী) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০)।
র্যাব-১৩ জানায়, আজ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাব-১৩ এর অধিনায়ক সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে কোতয়ালী থানার বোয়ালমারী গ্রামের শফিকুলের বসতবাড়ীর পূর্বপার্শ্বের আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ শফিকুলকে হাতেনাতে গ্রফতার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

হিলি (দিনাজপুর)