ধর্ষণের বিচার চেয়ে দ্বিতীয় দিনেও উত্তাল ঢাবি
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষেভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে। আজ মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শুভ সংঘ। এরপর মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন চারুকলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করে। এরমধ্যে ছাত্রলীগ মানববন্ধন এবং ছাত্রদল উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বেলা ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে রোকেয়া হল পর্যন্ত প্রতিবাদী আলপনা আঁকে। মুক্তিযুদ্ধ মঞ্চ দুপুরে রাজু ভাস্কর্য পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে। ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি।
দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, এ ধরনের ঘটনা নারীর অগ্রযাত্রা ব্যাহত করবে। এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারকে উদ্যোগী হতে হবে। এছাড়া, বিভিন্ন সংগঠন ও বিভাগ বিচারের দাবিতে র্যালি ও মিছিল করছেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে তারা ক্যাম্পাস মুখর করে তুলছেন।
উল্লেখ্য, রোববার বিকেলে এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় তার বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে। এতে তিনি জ্ঞান হারান। এরপর তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক