বগুড়ায় নির্ধারিত সেশন ও ভর্তি ফি কার্যকরের দাবিতে মানববন্ধন
জেলা সদরে ২০০০টাকা, উপজেলায় ১০০০টাকা, গ্রামে ৫০০টাকা সেশন ও ভর্তি ফি কার্যকরের দাবিতে সমাবেশ। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অদ্য ০৭/০১/২০২০ ইং তাং সকাল ১১ঃ৩০ ঘটিকায় ঐতিহাসিক সাতমাথায় ৯টি ছাত্র, যুব,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে সরকারী নীতিমালা ও উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত সেশন ফি ও উন্নয়ন ফি'র নামে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে জাতীয় যুবজোট বগুড়া জেলা কমিটির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি আয়েন উদ্দীনের পরিচালনায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস, চারবারের নির্বাচীত কমিশনার,সাবেক প্যানেল মেয়র,, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃআমিনুল ফরিদ, সুজন বগুড়া জেলা সমন্বয়কারী আলতামাস আলী খান, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির খান পাপ্পু , বগুড়া সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ও কেন্দীয় সহ-সভাপতি ছাত্রনেতা মোঃ নাদিম মাহমুদ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি বিপুল পাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বানিজ্যিক মনোভাব পরিহার করে অবিলম্বে সরকার কতৃক ধার্যকৃত সেশন ফি নেওয়ার জোর দাবি জানান এবং সরকার ও হাইকোর্টের কঠোর নির্দেশনা থাকার পরও তা অমান্য করে যে সকল স্কুল উন্নয়ন ফি শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে গ্রহণ করছে ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের তদন্তের দাবি করেন।
বগুড়া'র সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত সেশন ফি বাস্তবায়ণ না হলে বগুড়া'র জনগণ কে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। দাবি আদায়ে বক্তারা আগামী দিনের সকল কর্মসূচি সফল করার জন্য বগুড়ার বাসীর প্রতি আহ্বান জানান।

বগুড়া প্রতিনিধি