কাভার্ড ভ্যানে ৮৪০ বোতল ফেন্সিডিলসহ আটক-২
মাদক দ্রব্য বিশেষ অভিযানে ৮৪০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃতরা কুমিল্লা জেলার দ্বেবীদার উপজেলার আসাদনগর গ্রামের সুন্দর আলীর ছেলে জুয়েল ভুইয়া (২৮) ও মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল গনির ছেলে কামরুজ্জামান (৩৭)।
র্যাব-১৩ জানায়, আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর অধিনায়ক সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে রাখা ৮৪০ বোতল ফেন্সিডিলসহ---তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজনরে বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি