পার্বতীপুরে মাদক সেবনের দায়ে যুবকের সশ্রম কারাদন্ড
দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের দায়ে মোঃ সামির ( ২২) নামক এক যুবক কে ২ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কনিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান এই দন্ড দেন। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান,মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাতে পার্বতীপুর রেলওয়ে জংশনের ৫ নম্বর প্লাটফর্ম এলাকা থেকে মাদক সেবন অবস্হায় মোঃ সামির নামের এক যুবক কে গ্রেফতার করা হয়। সে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকার আব্দুল খালেকের পুত্র। ঘটনাস্হলেই ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মাদক সেবনের দায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদন্ড দেন।

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি