তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াস
চলতি বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ মঙ্গলবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মাঝারী শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। মাঝখানে কয়েকদিন বিরতি দিয়ে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পঞ্চগড়ের মানুষ। সোমবার বিকেল থেকেই হিমালয় থেকে আসা হীমশীতল বাতাসে কাহিল হয়ে পড়ে সকল পেশার মানুষ।
গ্রামের শীতার্ত মানুষজন খড়কুটো জ্বেলে গভীর রাত পর্যন্ত শীত নিবারণের চেষ্টা করতে থাকে। আর সন্ধ্যার পর থেকে শুরু হয় ঘন কুয়াশা। আজ সকাল ৮টার আগ পর্যন্ত গোটা জেলা ঢাকা ছিল ঘন কুয়াশায়। ৮টার পর সূর্যের দেখা মিললে ঘন কুয়াশা কেটে যায়। চারপাশে ঝলমলে রোদের কারণে শীতের তীব্রতা কমতে শুরু করে। দিনভর রোদেলা আকাশ থাকায় বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি বছর দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা চলে। আবার সকাল থেকে দিনভর রোদ থাকার কারণে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি