কাহালু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা
আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা। উক্ত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা সমবায় অফিসার মির্জা জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রশিদ, সহকারি শিক্ষা অফিসার শামীম ইকবাল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইছাহাক আলী।

কাহালু (বগুড়া) প্রতিনিধি