বগুড়ায় জাহাঙ্গীর কবির নানকের সুস্থতা কামনায় জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সুস্থতা কামনায় বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় বড় জামে মসজিদে গতকাল মঙ্গলবার বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, এড. জাকির হোসেন নবাব, আব্দুল খালেক বাবলু, শেরীন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, এস এম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আলমগীর বাদশা, আব্দুস সালাম, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আব্দুল কাদের। দোয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট জাহাঙ্গীর কবির নানকের দ্রুত সুস্থতা ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের আত্মার শান্তি এবং চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর দ্রুত আরোগ্য কামনা করা হয়।

ষ্টাফ রিপোর্টার