বগুড়ায় ব্রাকের উদ্যোগে মালিকদের প্রশিক্ষন শেষে সনদপত্র প্রদান
বগুড়ার ধুনটে হালকা প্রকৌশল শিল্প মালিকদের প্রশিক্ষন প্রদান শেষে তাদের মাঝে সনদপত্র বিতরন করেছে ব্রাক।আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরন করেন। ব্রাকের বগুড়া জেলা প্রতিনিধি বাবলী সুরাইয়ার সভাপতিত্বে ও ফিল্ড টেকনিক্যাল অফিসার বিরান্জন রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ধুনট শাখার ব্যবস্থাপক মানিক কুমার সাহা, স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রবিউল হাসান রবিন। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় পরিচালিত ব্রাকের প্রোগ্রেস দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় ধুনট উপজেলার হালকা ওয়ার্কশপ মালিকদেরকে কর্মশোভন পরিবেশ সৃষ্টি , ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরী উন্নয়ন বিষয়ে ৯দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে। সেই প্রশিক্ষনপ্রাপ্তদের মাঝে মঙ্গলবার সনদপত্র বিতরন করা হয়। এতে প্রায় ৪০জন শিল্প মালিক প্রশ্ক্ষিণ গ্রহন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজিয়া সুলতানা তার বক্তব্যে বলেন, এ খাতের শিল্প মালিকদেরকে নারীদের বেশী বেশী সম্পৃক্ত ও কর্মীদের সুরক্ষা প্রদান নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা দেবে।বিশেষ অতিথি রবিউল হাসান রবিন বলেন, বাজার ব্যবস্থাপনা কমিটি নারীদের সম্পৃক্তকরন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাককে সহযোগিতা অব্যাহত রাখবে।

ষ্টাফ রিপোর্টার