বগুড়া ওয়াইএমসিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
মঙ্গলবার বগুড়া ওয়াইমএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে প্রতিষ্ঠিত হলো স্কুলটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালায় এন.জে টাওয়ার, নূর মসজিদ লেন, জলেশ^রিতলায় এক সাধারন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।বগুড়া শহরের ভাই পাগলার মাজার লেন এলাকায় ১৯৯০ সালে স্থাপিত বিদ্যালয়টির প্রথম ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক রাকিবুল হাসান জুয়েল কে আহবায়ক এবং ২০১৩ এসএসসি ব্যাচের শাহরিয়ার ইসলাম রাজকে সদস্য সচিব করে ১৯৯০ থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধিদের প্রত্যক্ষ সমর্থনে অ্যাসোসিয়েশনের এই কমিটি গঠন করা হয়।
প্রথম ব্যাচের শিক্ষার্থী বর্তমানে কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক আল জাবির, বিশিষ্ট ব্যাবসায়ি আমিনুল ইসলাম জনি এবং অমিত হাসানকে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে আছেন রিয়াদ হোসেন, রাকিবুল হোসেন, এস. এম আফসানা মিম, আহসানুল আবিদ, তাসমির সিদ্দিক প্রান্ত, আব্দুর রহমান রাকিব, ওয়াহিদা তমা এবং অমিত হাসান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের পর সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৩ দশক পূতি উপলক্ষ্যে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে এ উপলক্ষ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও ১৯৯০ থেকে বর্তমানকাল পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থীদের অ্যাসেসিয়েশনের সদস্য পদ গ্রহনের জন্য যোগাযোগ করতে আহবান জানিয়েছেন আহবায়ক রাকিবুল হাসান জুয়েল।

ষ্টাফ রিপোর্টার