শেরপুরে হেরোইন ধরতে গিয়ে মার্কিন ডলার উদ্ধার,গ্রেফতার দুই
বগুড়ার শেরপুরে হেরোইন উদ্ধার করতে গিয়ে ডলার ও টাকা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কার্তিক চন্দ্র সরকার (৪৮) নামের এক ডলার ব্যবসায়ী ও তার গাড়ি চালককে আটক করা হয়েছে। গত সোমবার (০৬জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা থেকে প্রাইভেটকারসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় গাড়ি চালক ফরিদুল ইসলামকেও (২০) আটক করা হয়েছে।কার্তিক ঢাকার আশুলিয়া থানার শিমুলিয়া গ্রামের মৃত রবিন্দ্র লাল সরকারের ছেলে।
আজ মঙ্গলবার (০৭জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সার্কেলের কর্মকর্তাদের কাছে সংবাদ আসে জয়পুরহাট সীমান্ত থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমান হেরোইন ঢাকার দিকে যাচ্ছে। এখবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মহাসড়কের উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরে সন্ধ্যায় প্রাইভেটকারটি উক্ত স্থানে পৌঁছালে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে কার্তিক সরকারের হেফাজত থেকে হেরোইনের পরিবর্তে উদ্ধার করা হয় ৬২ হাজার ১৫০ মার্কিন ডলার, নগদ ৫৭ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন। এসময় প্রাইভেটকারসহ চালক ফরিদুল ইসলামকে আটক করা হয়।এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ডলার বিষয়ে কার্তিক সরকার সন্তোষজনক জবাব দিতে পারেনি। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা নেয়া হয়েছে।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি