পুলিশ সপ্তাহে দেশসেরা পুরস্কার অর্জন করলো বগুড়া পুনাক
পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায় সারাদেশে প্রথম স্থানের পুরস্কার অর্জন করেছে বগুড়া পুনাক পরিবার।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুনাক বগুড়ার সভাপতি বগুড়া পুলিশ সুপার পত্নী রোমানা আশরাফের হাতে শ্রেষ্ঠত্বের এই পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের কর্ণধার মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
২০১৯ সালে বছরব্যাপী পুনাকের উদ্যোগে করা সার্বিক কার্যক্রম এবং নতুন বস্ত্র তৈরির উপর বিবেচনা করে সারাদেশে বগুড়া পুনাক কে এই পুরস্কার প্রদান করা হয়। পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গত বছর পুনাক বগুড়া উক্ত পুলিশ সপ্তাহে ২য় স্থান অর্জন করেছিল। কিন্তু এইবছর পুনাক সভাপতি রোমানা আশরাফের গতিশীল নেতৃত্বে এবং সকল সদস্যদের দলগত কাজে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ২০১৮ সালে বগুড়া পুনাকের মোট ১৩৮ টি বস্ত্রশিল্প ছিল এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ তে। অন্যান্য কার্যক্রমে সম্পর্কে তিনি আরও জানান, বগুড়া পুনাক পরিবারে এখন মোট ৪২ জন সদস্য রয়েছেন। সামাজিক কার্যক্রমে পুনাক টিম সর্বদা এগিয়ে আসার চেষ্টা অব্যাহত রেখেছে। যার ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও মেধাবীদের সহায়তা প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোসহ সর্বদা মানবতার সেবায় এবং নারী নেতৃত্ব বিকাশে উক্ত সংগঠন কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, পুলিশ সপ্তাহে শ্রেষ্ঠ পুনাক টিম হিসেবে এই বছর ২য় সাতীরা এবং ৩য় খুলনা পুনাক পরিবার পুরস্কৃত হয়েছে। ঢাকায় আইজিপি কর্তৃক পুনাকের এই দেশসেরা পুরস্কার অর্জনের বিষয়টি নিশ্চিত করে সকল ভাল কাজে সর্বদা জেলা পুলিশ ও পুনাকের পাশে থাকার আহব্বান জানিয়েছেন জেলা পুলিশ পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

ষ্টাফ রিপোর্টার