পঞ্চগড়ে দেড় লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
আগামি শনিবার দেশব্যাপি ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় দেড় লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ১৬ হাজার ৪৭৬ জন শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ক্যপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি এক লাখ ৩৪ হাজার ৭৬১ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। পঞ্চগড়ের ৫ উপজেলা ও একটি পৌরসভায় ১ হাজার ৭৭টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য কাজ করবে ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক। ক্যাম্পেইন সফল করতে আজ বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিক অবহিতকরণ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম রীনা। বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাফি মোজাম্মেল প্রধান, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমূখ।

পঞ্চগড় প্রতিনিধি