বগুড়ার শিবগঞ্জে ২দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন
আজ বুধবার বগুড়ার শিবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২ দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই.সি.টি মোঃ মাসুম আলী বেগ। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলামগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মজিবর রহমান, সহঃ তথ্য অফিসার মোঃ আব্দুর রহিম, জুলফিকার মোঃ আঃ রউফ, ফিরুজুল হক, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল প্রমুখ। শিশু মেলা উদ্বোধনের পূর্বে এক বণার্ঢ্য র্যালী পৌর শহর প্রদণি করে।

বগুড়া জেলা প্রতিনিধি