ঢাবির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারমান আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবীর উজ্জল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মারুফ রায়হান, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সৌরভ, শাহরিয়ার শুভ, হাবিবুর রহমান শিশির, হৃদয় হোসেন ও জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই ধর্ষকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

পঞ্চগড় প্রতিনিধি