কাল ইসিতে যাচ্ছে জাতীয় পার্টির প্রতিনিধি দল
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল আগামীকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ বুধবার জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন তারা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ।

অনলাইন ডেস্ক