কাহালুতে বঙ্গবন্ধুর জন্ম শতবষের্র কাউন্টডাউন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আগামী ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষের বছরব্যাপী আয়োজনে কাউন্টডাউন অনুষ্ঠান ও ১১ই জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউ পি চেয়ারম্যান হারেছ উদ্দিন, সহকারী অধ্যাপক পি এম বেলাল হোসেন, রুহল আমিন তালুকদার বেলাল, মিটু চৌধুরী, মর্জিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ লিয়াকত আলী সরদার, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি