কাহালুর নারহট্র স্কুলে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
বুধবার কাহালুর নারহট্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গরীব অসহায় মানুষের জন্যএক দিনের বিনামূল্য চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরের আয়োজন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান (ফিরোজ)। উক্ত চক্ষু শিবিরের উদ্বোধন করেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডাঃ ইব্রাহিম আই কেয়ারের ডাঃ মাহিমা ফিরোজ (ডিএমএফ), কাউন্সিলিং শাহিনুর আলম, কাহালুর নারহট্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি আবু রেজা (রিপন), রাশেদ মিয়া, ছেলিনা আকতার ডেইজি, অভিভাবক সদস্য আব্দুল হামিদ, জালাল উদ্দিন প্রমূখ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি