পিইউপি’র প্রধান সমন্বয়কারী সাঈদ এর মাতার দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক
পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) এর প্রধান সমন্বয়কারী শেখ মোঃ আবু হাসানাত সাঈদ এর মাতা হালিমা খাতুন (৯০) গত মঙ্গলবার বিকাল ৫ঘটিকায় বগুড়া শহরের চকলোকমান বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,,,,,,,,রাজিউন)।আজ বুধবার বাদ জোহর চকলোকমান কলোনী জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে বগুড়া ওয়াইএমসিএ’র পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতি দিয়েছে বগুড়া ওয়াইএমসিএ পরিচালনা পর্ষদের সভাপতি মি: দিলিপ মারান্ডি, উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল, সাধারণ সম্পাদক রবার্ট রবিন মারান্ডী, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের মনিটরিং ও ই-ভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, শামীম আকতার, ভাইস প্রিন্সিপাল কলেজ শাখা আশের মাইকেল বেসরা, সহকারি প্রধান শিক্ষিকা প্রভাতী গ্লোরি লুবনা চাম্বুগং, সহকারী প্রধান শিকিা দিবা পারভিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটু, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্য ভিভিয়ান রিওন মারান্ডি, উপাধ্য আইএনএম মাহবুবুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া আরো বিবৃতি দিয়েছেন গাকের নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসেন, লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, জিবিএস এর নির্বাহী পরিচালক নাজির হোসেন, শাহ সোসাইটি অব বগুড়ার নির্বাহী পরিচালক শাহ নেওয়াজ রহমান, পেস্ড এর নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা, মৈত্রী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সাত্তার, শোভার নির্বাহী পরিচালক মন্তেজার রহমান। আরো বিবৃতি দিয়েছেন এডাব রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কেএম ওবায়দুর রহমান জুয়েল, এডাব অনুসংগঠন বগুড়ার সভাপতি ও এসএসডাব্লিউ নির্বাহী পরিচালক টিপু সুলতান মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক ও স্বপ্ন এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, মথুরা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক জাহেদুর রহমান, ওরাপ এর নির্বাহী পরিচালক মোদাচ্ছির, বগুড়া ওয়াইএমসিএ এর প্রেস সচিব আজাহার আলী সহ প্রমূখ।

ষ্টাফ রিপোর্টার