ধর্ষক মজনু ৭ দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দীক ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ মজনুকে আদালতে হাজির করে। তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। ৬ জানুয়ারি ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। গতকাল ভোরে শেওড়া রেলক্রসিং থেকে মজনুকে গ্রেপ্তার করা হয়।

অনলাইন ডেস্ক