পার্বতীপুরে মোটর সইকেলের ধাক্কায় পথচারী নিহত
দিনাজপুরের পার্বতীপুরে মোটর সইকেলের ধাক্কায় মুনছুর আলী প্যাচা (৫৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃস্পতিবার সকাল পৌনে ৮ টায় পার্বতীপুর-রংপুর সড়কের বাসুপাড়া এলাকার ঝেল্লার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে দিনাজপুর সদরের বনতারা গ্রামের মোকারম হোসেনের ছেলে সিহাব বাবু (২২) ও চিরিরন্দর উপজেলার তালপুকুর গ্রামের আব্বাস আলীর ছেলে জিকরুল ইসলাম (২৩) নামে দুই যুবক পালসার মোটর সাইকেল যোগে রংপুর থেকে পার্বতীপুর শহর অভিমূখে আসছিলো। পথিমধ্যে পার্বতীপুর-রংপুর সড়কের বাসুপাড়া এলাকার ঝেল্লার মোড়ে পৌঁছালে মুনছুর আলী নামের ওই পথচারীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত মুনছুর আলী উপজেলার রামপুর ইউনিয়নের উত্তর বাসুপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই মনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, পুলিশ ঘাতক মোটর সাইকেলসহ ওই ২ যুবককে আটক করেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি