পঞ্চগড়ে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ড খেলা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার প্রধানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ান হয়েছে। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেবীগঞ্জ উপজেলার ট্রেপ্রীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে তেঁতুলিয়া উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ান হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবুলু, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্বাস আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিা অফিসার মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ টুর্নামেন্টে জেলার পাঁচটি বালক ও পাঁচটি বালিকা দল অংশ নেয়।

পঞ্চগড় প্রতিনিধি