বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পঞ্চগড়ে ‘মানবতার জানালা’
ডাক্তার এসেছে বাড়িতে, চিকিৎসা নিবো ফ্রি-তে এই শ্লোগানে পঞ্চগড়ে যাত্রা শুরু হয়েছে ‘মানবতার জানালা’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা এই কর্মসূচি চালু করেছে। গত ২ জানুয়ারী জাতীয় সমাজসেবা দিবসে বিপুল সংখ্যক রোগীকে ফ্রি চিকিৎসা দিয়ে কর্মসূচিটি চালু হয়।
এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকায় ফ্রি ডাক্তার ক্যাম্পিং এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সরকারী ছুটি ব্যতিত প্রতি দিনই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপুল সংখ্যক দরিদ্র পরিবারের নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছে তারা। এছাড়াও প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু করেছে শহরের মোলানী পাড়া এলাকায়। সেখানে সপ্তাহে এক দিন ফ্রি এবং অন্যান্য দিনে সামান্য ফি এর বিনিময়ে দক্ষ ফিজিওথেরাপিস্ট আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে প্রায় জন রোগিকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা নিতে আসা রোগিদের চিকিৎসা ছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টি ছাড়াও শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও বাস্তব বিষয়গুলো তুলে ধরছেন। সংগঠনটি প্রান্তিক এই জনগোষ্ঠীকে ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে মুজিব বর্ষ উপলক্ষে।
রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আনোয়ার হোসেন বলেন, আমাদের এই প্রতিষ্ঠানে ফ্রি ডাক্তার ক্যাম্পিং-এর ব্যবস্থা করায় আমরা সংগঠনটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউপি ওয়ার্ড সদস্য গমির উদ্দীন প্রধান ভীষণ খুশি তিনি প্রতি মাসে কমপক্ষে একবার ফ্রি ক্যাম্পিং চালু রাখার অনুরোধ করেন। দারিদ্র কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক মো. শাহ্ জালাল বলেন, আমরা নিজস্ব অর্থায়নে বছর ব্যাপি মুজিববর্ষ উপলক্ষে জেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়ে যাবো।
চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সমাজের পিছিয়ে পড়া এসকল নিম্ন আয়ের মানুষকে সঠিক স্বাস্থ্য সেবা প্রদান করতে না পারলে আমরা অনেক পিছনে পড়ে যাবো। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সকলকে সাথে নিয়ে কাজ করা ছাড়া কোন বিকল্প নেই। গত ২ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫টি প্রত্যন্ত এলাকায় ক্যাম্পিং করেছি। এই কর্মসূচী বছর ব্যাপি চালু থাকবে।

পঞ্চগড় প্রতিনিধি