ঢাবিতে মজনুর কুশপুত্তলিকা দাহ
মজনুর কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের সামনে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় গণরুমে থাকা শিক্ষার্থীরা। এর আগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে ক্যাম্পাসে ডাকসু সদস্য তানবীর হাসান সৈকতের নেতৃত্বে তারা একটি কালো পতাকা মিছিল করেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পদক্ষিণ করে সেটি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
গণরুমবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। তানবীর হাসান সৈকত বলেন, আজ হয়তো আমাদের বোন ধর্ষণ হওয়ার কারণে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে। আমাদের যে বাকি বোনরা ধর্ষণের শিকার হচ্ছেন তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, আমরা চাই, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন প্রণয়ন করা হোক।

অনলাইন ডেস্ক