হিলি সীমান্তে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, দোয়া ও র্যালীর মধ্যদিয়ে পালিত হলো জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা এসেছিলো,সেই স্বধীনতার স্থপিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।
১৯৭২ সালের ঐতিহাসিক এই দিনে ততকালীন পশ্চিম পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন মুক্তিযুদ্ধের এই মহানায়ক।
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯ টায় হিলি বাজার গোডাউন মোড়ে উপজেলা আওয়ামীলীগের সকল নেতা-কর্মীরা এই দিবসটি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যার হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আ’মীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা আ’মীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাব মল্লিক প্রমুখ।

অনলাইন ডেস্ক