ঝিনাইদহে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুরে স্বপন হোসেন (৩৭) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়। জানা যায়, রাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের সঙ্গে স্বপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে রক্ষা করতে গেলে আহত হন তার ভাই মিল্টন হোসেন। স্থানীয়রা মিল্টনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের একটি সূত্র জানায়, মিল্টনের শরীরের বিভিন্ন জায়গা, মাথা ও বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বলেন, হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক