কাহালুতে কাঠমিস্ত্রী আলম হত্যা মামলার রহস্য উদঘাটন প্রধান আসামী সিহাব সহ গ্রেফতার-২
কাঠমিস্ত্রী আলম মন্ডল (২৫) হত্যা মামলার প্রধান আসামী সৈয়দ সিহাব আহম্মেদ ওরফে সম্রাট (২৪) ও সহযোগী আসামী আল আমিন ওরফে আকাশ (২৬)কে গ্রেফতার করার পর আজ শুক্রবার বগুড়ার কাহালু থানা চত্বরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান। প্রেস ব্রিফিং এ জানানো হয় মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী কাহালু উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের সৈয়দ আফলাকুর রহমান ওরফে পিন্টুর পুত্র সৈয়দ সিহাব আহম্মেদ ওরফে সম্রাট এবং অপর সহযোগী আসামী দুপচাঁচিয়া উপজেলার ঘাট মাগুড়া মধ্যাপাড়ার মৃতঃ রমজান আলীর পুত্র আল আমিন ওরফে আকাশ ও তাহাদের সহযোগী আসামীগণ গত ০২/০১/২০২০ইং তারিখে রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকা হতে পৌনে ৯ টায় কাহালু থানাধীন বারমাইল টু নামুজাগামী পাকা রাস্তার কালাই ঘোনপাড়াগামী কাঁচা রাস্তা সংলগ্ন স্থানে অবস্থান নেয়। মামলার ভিকটিম পথচারী কাঠমিস্ত্রী আলম মন্ডল ও অপর পথচারী বিপ্লব সরদার দ্বয়কে আসামীরা চাকু দ্বারা ভয় দেখিয়ে তাহাদেরকে উঠিয়ে লইয়া উপজেলার সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে বিলে আলু ক্ষেতের উত্তরে বাগানবাড়ীতে নিয়ে যায়। এ সময় ভিকটিম আলম মন্ডল জোরাজুরি করিলে মামলার প্রধান আসামী সিহাব তাহার হাতে থাকা বার্মিজ চাকু দ্বারা পিছন হইতে আলম মন্ডলের পিঠের বাম পার্শ্বে স্বজোরে আঘাত করে। তারপর ভিকটিম দ্বয়ের ব্যবহৃত মোবাইল নম্বর হতে আসামীরা ভিকটিমদের পরিবারের নিকট টাকা দাবী করে এবং দাবীকৃত টাকা পাইলে তাহারা তাদেরকে ছাড়িয়ে দিবে বলে জানায়। ভিকটিমদের পরিবারের লোকজন টাকা দিতে অস্বীকার করিলে মামলার প্রধান আসামী সিহাব ক্ষিপ্ত হয়ে তাহার হাতে থাকা বার্মিজ চাকু দিয়ে ভিকটিম আলম মন্ডলের বুকের ডান পার্শ্বে গুরুতর আঘাত করে এবং সহযোগী অপর আসামী আটককৃত ব্যক্তি বিপ্লব এর বাম হাতের কনুইয়ের উপরে বার্মিজ চাকু দ্বারা আঘাত করে। এক পর্যায়ে ভিকটিমদ্বয়ের স্ব স্ব পরিবার দাবীকৃত টাকা বিকাশ নম্বরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে মামলার গ্রেফতারকৃত সহযোগী আসামী আল আমিন ওরফে আকাশ আটককৃত ব্যক্তি বিপ্লব এর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে দুপচাঁচিয়া সি.ও বাজারস্থ অমিত বসাক এর বিকাশের দোকানে যায় এবং উক্ত দোকান হতে প্রথমে এজেন্ট নম্বর এবং পরবর্তীতে উক্ত দোকানদার অমিত বসাক এর ব্যক্তিগত বিকাশ নম্বর ভিকটিমদের পরিবারের লোকজনদেরকে দেয়। উক্ত বিকাশ নম্বরে মোট ১৩ হাজার টাকা আসিলে গ্রেফতারকৃত সহযোগী আসামী আল আমিন টাকা উত্তোলন করিয়া প্রায় ১ ঘন্টা পর ঘটনাস্থলে আসে এবং আলম মন্ডলকে জ্ঞান হারানো অবস্থায় দেখিতে পাইয়া অপর আটক আহত বিপ্লবকে আলম মন্ডলের ব্যবহৃত মোবাইল ফোন সহ তাহাকে নিয়ে রাস্তার দিকে পাঠাইয়া দিয়ে হত্যাকারী ও সহযোগী আসামীগণ নাগরনদীর পাড়ে বাঁশঝাড়ে যায়। সেখানে আসামীরা টাকা ভাগাভাগি করিয়া নিজ নিজ বাড়ীতে চালয়ে যায় এবং অপর সহযোগী আসামী হত্যার ব্যবহৃত বার্মিজ চাকু নিয়ে যায়। এ ঘটনায় গত ৩ জানুয়ারী সকালে কাহালু থানা পুলিশ উক্ত এলাকার আলু ক্ষেত হতে কাঠমিস্ত্রী আলম মন্ডলের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিম আলম মন্ডলের পিতা শিবগঞ্জ উপজেলার নলডুবি মধ্যপাড়ার লাল চাঁন মন্ডল বাদী হয়ে কাহালু থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে কাহালু থানা পুলিশ উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক হত্যাকান্ডটিকে সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং গত ৩ জানুয়ারী রাতে বিকাশ এজেন্ট দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম বোরাইল গ্রামের সুমন্ত বসাকের পুত্র অমিত বসাক (২৪) তাকে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদান্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। গ্রেফতারকৃত অমিত বসাকের দেওয়া তথ্য এবং বাংলাদেশ পুলিশের প্রযুক্তির সহায়তায় ও কৌশলগত গোপন তদন্তে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে গত ৯ জানুয়ারী রাতে কাহালু থানা পুলিশ প্রথমে প্রধান আসামী সৈয়দ সিহাব আহম্মেদ ওরফে সম্রাটকে কাহালু উপজেলার বারমাইল এলাকা হতে গ্রেফতার করেন। তার স্বীকারোক্তি মোতাবেক মামলার অপর সহযোগী আসামী আল আমিন ওরফে আকাশকে নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক মামলার অপর আসামী দুপচাঁচিয়া উপজেলার ঘাট মাগুড়া গ্রামের সাইদুল ফকিরের পুত্র গোলজার হোসেন ফকির ওরফে সোলজার (২৪) এর বসতবাড়ী হইতে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার করেন থানা পুলিশ। উক্ত প্রেস ব্রিফিং এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই মুকুল চন্দ্র বর্মণ সহ পুলিশ সদস্যবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি