দুপচাঁচিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি চুম্বুক বগুড়া সদর থানার মামলায় গ্রেফতার
দুপচাঁচিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নাশকতা মামলার জামিনপ্রাপ্ত আসামী জাহেদুল ইসলাম চুম্বুককে পুলিশ গত ০৯জানুয়ারী দিবাগত রাতে গ্রেফতার করেছে। সে দুপচাঁচিয়া পূব বোরাই গ্রামের মৃতঃ সুলতান আলী সরকারের ছেলে। থানা সূত্রে জানা গেছে গত ০১জানুয়ারী ২০২০ বুধবার বগুড়া সদর থানার ৩নং মামলায় জড়িত থাকার অভিযোগে চুম্বুককে দুপচাঁচিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের একটি নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে উক্ত বিএনপি নেতা গ্রেফতার হওয়ায় শাসকদলের কয়েকজন নেতা গাত্রদাহ শুরু হয়েছে। তবে শাসক দলের নেতাদের কেন এই গাত্রদাহ তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান জানান বিএনপি নেতা জাহেদুল ইসলাম চুম্বুককে সদর থানার মামলায় দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার