শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন
বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (১০জানুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আনাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণি সম্পদ দফতরের ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি