কাহালুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার কাহালুতে ছাত্রলীগের উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ। ছাত্রলীগনেতা রাব্বি হাসান রনির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জাতীয় যুব শ্রমিকলীগ কাহালু উপজেলা শাখার সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী কবিরাজ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনূষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি