বঙ্গবন্ধুর জম্মশতবর্ষ উপলক্ষে কাহালুতে আনন্দ শোভাযাত্রা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ উপলক্ষে শনিবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে ও অর্থ মন্ত্রনালয় এর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সার্বিক সহযোগিতায় এক বিশাল আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
উক্ত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. আউয়াল হোসেন তালুকদার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা প্রৌকশলী আহসান হাবীব, উপজেলা সমবায় অফিসার মির্জা জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারী অধ্যাপক পি এম বেলাল হোসেন, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার শামীম ইকবাল, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ লিয়াকত আলী সরদার, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কাহালু সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
আনন্দ শোভাযাত্রা শেষ হয় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, বেলা সাড়ে ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা সভা, বিকেল ৩টা হতে ৫ টা পর্যন্ত শিশু-কিশোরদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৫ টা হতে ৭ টা পর্যন্ত স্থানীয় শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যবর্তী পর্যায়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন), রাত ৭টা ৪৫ মিনিট হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে বিশাল এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার, রাত ৯টা ৩০মিনিট হতে রাত ৯টা ৩৫মিনিট বর্ণিল আতশবাজি প্রদর্শন এর মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি।

অনলাইন ডেস্ক