বগুড়ায় জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন
জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে বগুড়ায় ৪ লাখ ৭৩ হাজার ২৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
আজ শনিবার সকালে সিভিল সার্জন বগুড়া অফিসের আয়োজনে পৌরসভা মিলনায়তনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে উদ্বোধন করেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মোঃ গওসুল আজম চৌধুরী, পৌর মেয়র এ্যাড. মাহবুবর রহমান, ডাঃ সামির হোসেন মিশু প্রমুখ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বগুড়ায় জেলায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৮৯৬জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১৩৩জন। বগুড়া স্বাস্থ্য বিভাগে কর্মরত হেলথ এ্যাসিসটেস্ট, পরিবার পরিকল্পনা স্থাস্থ্য কর্মিরা প্রতিটি কেন্দ্রে সুপার ভাইজারের দায়িত্ব পালন করছে। এছাড়াও ৫৫৭২জন স্বোচ্ছাসেবী কাজ করবেন। প্রতিটি কেন্দ্রে ২জন করে স্বোস্বেচ্ছাসেবী সেবা দিচ্ছেন ।

ষ্টাফ রিপোর্টার